মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

নবাবগঞ্জে ‍‍`ডেভিল হান্ট‍‍` অভিযানে আওয়ামী লীগের ২ নেতা আটক

অলিউর রহমান মিরাজ

আগস্ট ৪, ২০২৫, ০১:০৪ পিএম

নবাবগঞ্জে ‍‍`ডেভিল হান্ট‍‍` অভিযানে আওয়ামী লীগের ২ নেতা আটক

ছবি- অলিউর রহমান মিরাজ | দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট"-এ গত ২৪ ঘণ্টায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আতাউর রহমান (৫২) এবং ৮নং মাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ও ৮নং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য মো. জহুরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের ধরতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।